Search  



                                               

                                           

Md. Mamunur Rashid

Home  |  Bangladesh  |  নারী স্বাস্থ্য  |  এক্সক্লুসিভ  |  হাসা-হাসি  |  ইসলাম  |  গল্প  |  
হাসি আর হাসি
এখন সময় আমের। তাই আমের ভরা মৌসুমে কে কিভাবে জুস বানাবে সেই রেসিপি দিলাম।

লুতুপুতু টাইপ মেয়েদের জন্য।
উপকরন- কেয়ারটেকার, বুয়া, ফেসবুক আইডি
প্রনালীঃ প্রথমে কেয়ারটেকার কে দিয়ে আম আনাতে হবে। তারপর ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, hlw fnds ajke ami mango juice make korbo. plzz pray for meee. তারপরে বুয়া কে দিয়ে আম কাটাকুটি করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ডার চালু করুন। তারপরে আবার বুয়া কে বলুন ব্লেন্ডার চালু রাখতে আর আপনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিন, ফ্রেন্ডস ব্লেন্ডারে এত সাউন্ড হই কেন বলতে পার? তারপরে বুয়া জুস রেডি করে নিয়ে আসলে ফেসবুকে পিক আপ দিয়ে ক্যাপশন দিন fnddzz, onkk mozaa hoyese. ke ke khaba?

ব্যাচেলারদের জন্য।
উপকরন- আম, ফ্রিজ।
প্রনালীঃ প্রথমে আমকে ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হওয়ার পরে বের করে ইচ্ছা মত কিল, ঘুসি দিন। এইবার একটু ফুটা করে খেয়ে ফেলুন।

অলসদের জন্য।
উপকরন- ২২ টাকা।
প্রনালীঃ পাশের একটা দোকান থেকে ২২ টাকা দিয়ে একটা ফ্রুটো কিনে খেয়ে ফেলুন

-------------------------------------------------------------------------------------------

ছাত্র-ছাত্রী আকরিক থেকে আড্ডাবাজ প্রস্তুত প্রণালীঃ
১। প্রথমে ছাত্র-ছাত্রী দের ৩০-৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় উপযুক্তপাত্রে (স্কুল-কলেজ ইত্যাদি) নিই এবং উত্তপ্ত করি। এ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে শিক্ষক এবং প্রভাবক উত্তেজক হিসেবে ব্যাবহারিক ক্লাস প্রয়োগ করি।
২। এবার তাদেরকে লোহিত তপ্ত রাস্তা দিয়ে মাতৃ-দ্রবণ পাত্রে ( বাসা ) নিই।
৩। এবার এদেরকে পর্যাপ্ত পরিমাণ পানিতে ধৌত করি ( গোসল) ।
৪। এদেরকে আরো কিছুক্ষণ বাত্যাচুল্লি ( প্রাইভেট/কোচিং ) এ নিয়ে তাপ প্রয়োগ করি।
৫। এবার এদেরকে মাতৃদ্রবণ পাত্রে ফিরিয়ে আনলে আমরা পাবো "ক্লান্ত এবং বিরক্ত ছেলে-মেয়ে"।
৬। এবার এদেরকে "বই" নামক সবচেয়ে ছোটো কিন্তু সবচেয়ে শক্তিশালী জটিল যৌগের সাথে মিশাই।
৭। যখন এরা অতি উত্তপ্ত, উত্তক্ত ও বিরক্ত হয়ে যাবে, তখন এদেরকে শীতক যন্ত্র ( যেমনঃ মোবাইল, কম্পিউটার, টিভি ইত্যাদি) এর মধ্য দিয়ে চালনা করলে এরা আড্ডাবাজ রুপে অধঃক্ষিপ্ত হবে।
সতর্কতাঃ
১। শীতক যন্ত্রে প্রবেশকালে কোন ক্ষিপ্ত পদার্থ (বাবা, মা) কাছে রাখা যাবেনা।
২। নিরাপদ এপ্রন পরেথাকতে হবে। অর্থাৎ বই-খাতা দিয়েমোবাইলঢেকে রাখতে হবে।
আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন পদ্ধতি অনুসারে পরীক্ষা হবে, সুতরাংউচ্চতর দক্ষতারপ্রশ্ন হিসেবে এইটা খুবই গুরুত্তপুর্ণ!


--------------------------------------------------------------------------------------------------

স্টুডেন্ট কে অংক করতে দিয়ে স্যার স্টুডেন্টের বোনের সাথে চ্যটিং করছেন।

কিন্তু স্পীড খুব স্লো
এমন সময় ছাত্র বলে স্যার অংক আর করবো??
স্যার বলে, হু এটা করো...
"একটা মেসেজ এক রুম থেকে আরেক রুমে যেতে লাগে ১০ মিনিট,
একটা বকের গতি ঘন্টায় ১০ কিলোমিটার হলে উক্ত মেসেজ একটি বকের পৌছে দিতে কত সময় লাগবে ??"

ফাজিল ছাত্র উত্তর দিলো ,
"অনেক সময় , কারন পথের মাঝেবাবার জেরার মুখে পড়তে পারে ..."


--------------------------------------------------------------------------------------------------

সকালে ঊঠে রুটি আর চিকেন কারী রেধে রুম মেটকে ডেকে খাওয়ালাম।

ব্যাটা খেয়ে বলে, "দোস্ত পুরাই তোর ভাবীর হাতের রান্না, সকাল বেলা ঊঠে এমন গরম গরম রুটি বানাতো আমার জন্য (বিয়ের ১ মাস পরেই দেশের বাইরে চলে আসছে ক্লাস শুরু হয়ে যাওয়াতে)। তোর রান্না খেয়ে মনে হচ্ছে বউয়ের রান্না খাচ্ছি।"

আমি গলায় ১ সের মধু ঢেলে বললাম, "ওগো শুঞ্ছো আমাকে ১০০ ইউরো দাও নাগো কিছু শপিং করবো।"

দোস্তে বলে, "এইসব কি কস?"

কইলাম, "হ খাওয়াইলে বউ মনে হয়, আর টাকা চাইলেই বন্ধু।"


--------------------------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------------------------