Search  



                                               

                                           

Md. Mamunur Rashid

Home  |  Bangladesh  |  হাসা-হাসি  |  ইসলাম  |  গল্প  |  

FacebookTwitter


 

Home >> General Knowledge + Bengali + English
єxclusive তথ্য ←

একজন মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ ৩ মিনিট বাঁচতে পারে, খাবার পানি ছাড়া বাঁচতে পারে ৭ দিন।
►চোখ খোলা রেখে কখনো হাঁচি দেওয়া যায় না।
►হাঁচির গতি ঘণ্টায় ১০০ মাইল।
►প্রতিটি মানুষের মস্তিষ্কের ওজন কমবেশি ৩ পাউন্ড৷
►আঙ্গুলের প্রিন্ট এর মত প্রত্যেক মানুষের জিহবার প্রিন্টও ভিন্ন।
►মানুষের নাক এবং বৃদ্ধা আঙ্গুলের দৈঘ্য সমান।
►পিঁপড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটি কখনো ঘূমায় না।
►তেলাপোকা মাথা ছাড়া দশ দিন পর্যন্ত বেছে থাকেতে পারে।
কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি।
▬►প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায়(দৈনিক ১৮ঘন্টা)।
▬►একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
▬►মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।
▬►পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ।
▬►হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে।
▬►গিরগিট একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে।
▬►টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে।
 উটের দুধ দিয়ে দই হয় না!!
► এক ডলারের একটা নোট তৈরি করতে একুশ টাকা খরচ হয়।
► মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে।
► বছরের যে মাসের ১ম তারিখ রবিবার দিয়ে শুরু হয় সেই মাসের ১৩ তারিখ সর্বদা শুক্রবার হয়, আবার বৃহস্পতিবার দিয়ে শুরু হলে সেই মাসের ১৩ তারিখ সর্বদা মঙ্গলবার হয়।
► মিশরের বৃহৎপিরামিডের ভিত্তি এবং ভুমির আয়তন ১০টি ফুটবল খেলার মাঠের সমপরিমান ।
►বিশ্বের সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি।
►পোকাখেকো বাজপাখির দৃষ্টিশক্তি খুবই প্রখর। আধামাইল দূর থেকেও একটা ফড়িংকে ঠিক ঠিক শনাক্ত করতে পারে।
►চোখের একটা পলক ফেলতে সময় লাগে শূন্য দশমিক চার সেকেন্ড।
►একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কের চেতনা থাকে।
► পৃথিবীতে সবচেয়ে বেশী বর্ণমালা ব্যবহার করা হয় কম্বডিয়ানদের ভাষায় । তাদের ভাষা ভান্ডারে ৭৪ টি বর্ণমালা রয়েছে ।
►চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত ।
• শরীরের সবচেয়ে শক্ত পেশী হল জিহবা।
• আমরা বিভিন্ন জিনিসের স্বাদ নেই জিহবা দিয়ে, আর প্রজাপতি এ কাজটা করে পা দিয়ে।
• শামুক টানা তিন বছর ঘুমাতে পারে।
• জিরাফের জিহবা ২১ ইঞ্চি লম্বা।
• জিরাফ তার জিহবা দ্বারা সহজে কান পরিষ্কার করতে পারে।

প্রাণী বিষয়ক আজব ও অজানা তথ্য ←

• সাপের চোখের পাতা নেই।
• ডলপিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
• হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী, যা লাফ দিতে পারে না।
• কুমির তার জিহবা ঘুরাতে পারে না।
• উটের চোখের পাতা তিনটি।
• ক্যাঙ্গারু এক লাফে ৩০ ফুট যেতে পারে।
• একটি কচছপ ৫০০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
• সবচেয়ে বিষাক্ত সাপ হল কিং কোবরা।

জাতীয় সংগীত নিয়ে আলোচনা▃ ▂

◆বাংলাদেশের জাতীয সংগীত-'আমার সোনার বাংলা' কবিতার প্রথম ১০ চরণ।
◆'আমার সোনার বাংলা' কবিতায় মোট চরণ-২৫টি।
◆'আমার সোনার বাংলা' কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতবিতান' কাব্যের অন্তর্গত।
◆বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম প্রকাশিত হয়-'বঙ্গদর্শন' পত্রিকায় ।
◆রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়-জাতীয় সংগীতের ১ম ৪ চরণ।
◆জাতীয় সংগীতের প্রথম ইংরেজী অনুবাদক-সৈয়দ আলী আহসান।
◆জাতীয় সংগীত রচনার প্রেক্ষাপট-১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরোধিতা।

বিখ্যাত প্রাসাদ/দপ্তর/বাসভবন◆ ▃ ▂

• বুশ হাউজ→ বিবিসির সদর দপ্তর,লন্ডন।
• ক্রেমলিন→ রাশিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর।
• পেন্টাগন→ যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর।
• হোয়াইট হাউজ→ মার্কিন প্রেসিডেন্টের বাসভবন।
• ব্ল হাউজ→ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
• এলিসি প্রাসাদ→ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
• বার্কিন হাম প্যালেস→ বৃটেনের রাণীর বাসভবন।
• মারদেকা প্রাসাদ→ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
• ওয়েস্ট মিনিস্টার→ বৃটিশ পার্লামেন্ট ভবন।
• গ্রেট হল→ চীনের পার্লামেন্ট ভবন।
• আল হামরা প্রাসাদ→ স্পেনের মুসলিম শাসকদের প্রাসাদ।
• সিংহ দরবার→ নেপাল সরকারের প্রধান কার্যালয়।

মা বিষয়ক উক্তি

◆"সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী হচ্ছেন মা।"-মহানবী (সা:)
◆"মা মা-ই তাঁর কোন ভিন্নরূপ নেই।"–জনগে
◆"মা সবক্ষেত্রে সব পরিবেশেই মা।"–লেডি এ্যানি
◆"যে গৃহে মা নেই, স্নেহের শীতল হাতের স্পর্শ সেখানে নেই।"–জন অস্টিন
◆"যদি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।"–নেপোলিয়ন
◆"মা কৃশকায় ও ছোট হলেও তার হৃদয়টা বেশ বড়। তা এতটাই বড় যে, সবার বেদনা ও আনন্দ
সেখানে জায়গা করে নিতে পারে।"–মার্ক টোয়েন
◆"মায়ের হাতগুলো কোমলতা দিয়ে তৈরী,সন্তানরা সেথানে নিশ্চিন্তে ঘুমাতে পারে।"–ভিক্টর হুগো

কতিপয় শব্দের সঠিক বানান ◆

*Accommodation(বাসস্থান)
*Assassination( গুপ্তহত্যা)
*Bulletin(বুলেটিন)
*Burglar(সিঁধেল চোর)
*Challenge(চ্যালেনৃজৃ)
*Cigarette(সিগরেট)
*Colonel(কর্নেল)
*Commission(দালালি)
*Committee(সমিতি)
*Diarrhoea(ডায়রিয়া)
*Guerrilla(গেরিলা যোদ্ধা)
*Jewellery(অলংকার)
*Leisure(অবসর)
*Lieutenant(লেফটেন্যান্ট)
*Maintenance(রক্ষাণাবেক্ষণ)
*Millennium(সহস্রাব্দ)
*Misspell(ভুল বানান করা)
*Questionnaire(প্রশ্নমালা)
*Restaurant(রেস্তোরাঁ

Deny বনাম Refuse]

উভয়ের অর্থ-প্রত্যাখ্যান বা অস্বীকার করা।
কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে।
আর তা হলো-

কোন প্রস্তাব প্রত্যাখ্যান করা
বুঝাতে Refuse ব্যবহার হয়।
যথা-
He refused to help me.
(সে আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালো।)
সাহায্য করার প্রস্তাব এখানে প্রত্যাখ্যাত হল ।
-------------------------------------------------

আগে থেকে জানা বিষয়
অস্বীকার করা বুঝাতে
Deny ব্যবহৃত হয়।
যথা-
He denied the debt.
(সে ঋণ অস্বীকার করল।)
ঋণটা এমন বিষয়, যা আগে থেকে জানা।


নিচের Verb গুলোর
পরের Verb এ <ing> যুক্ত হয়।

◆Consider [বিবেচনা করা]
◆Enjoy[উপভোগ করা]
◆Miss[ভুলে যাওয়া]
◆Practice[অনুশীলন করা]
◆Suggest[প্রস্তাব করা]
◆Complete[সম্পন্ন করা]
◆Finish[সমাপ্ত করা]
◆Discuss[আলোচনা করা]
◆Stop[বন্ধ করা]
◆Tolerate[ সহ্য করা]
◆Understand[বুঝা]

উদাহরণ-
▬▬ He enjoyed –playing- Cricket.
এখানে to play হবেনা।

▬▬ I completed –writing- a poem.
to write হবেনা।

▬▬ He missed –watching- 'Ittadi'.
to watch হবেনা।

▬▬ I practice- playing-football.
to play হবেনা।

▬▬ He stopped –writing- the essay.
to write হবেনা।

▬▬ I suggested my girlfriend going to cinema.
to go হবেনা।

বাকি Verb গুলো দিয়ে নিজে বাক্য তৈরী করুন,
তাহলে নিয়মটি মনে থাকবে।

‎[Deny বনাম Refuse]

উভয়ের অর্থ-প্রত্যাখ্যান বা অস্বীকার করা।
কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে।
আর তা হলো-

◆কোন প্রস্তাব প্রত্যাখ্যান করা
বুঝাতে Refuse ব্যবহার হয়।
যথা-
He refused to help me.
(সে আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালো।)
সাহায্য করার প্রস্তাব এখানে প্রত্যাখ্যাত হল ।
-------------------------------------------------

◆আগে থেকে জানা বিষয়
অস্বীকার করা বুঝাতে
Deny ব্যবহৃত হয়।
যথা-
He denied the debt.
(সে ঋণ অস্বীকার করল।)
ঋণটা এমন বিষয়, যা আগে থেকে জানা।

দুটি সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান নতুন অবিস্কৃত গ্রহ-কেপলার -১৬-বি ।
*লৌহমানব খ্যাত গাদ্দাফি নিহত হন-২০ অক্টোবর,২০১১ ।
*পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি নামে খ্যাত দক্ষিণ সুদানে কোন সমুদ্র বন্দর নেই ।
*গণ আন্দোলনের মুখে হুসনি মোবারক পদত্যাগ করেকন-১১ফেব্রুয়ারী,২০১১ ।
*ই বুকের জনক - মাইকেল হার্ট ।

মজার জ্ঞান◆

►"Education” ও "Favourite” শব্দে সবগুলো vowel আছে।
►"Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
► ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
►"I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
► একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
► ইংরেজি ভাষায় একটা বাক্য রয়েছে যেটাকে উচ্চারণ করতে গেলে মানুষের জিভ এর জন্য সব চেয়ে পরিশ্রমের কাজ(toughest tongue twister) হিসেবে ধরা হয়, তা হল - "sixth sick sheik's sixth sheep's sick". বেশ কয়েকবার বলে দেখুনতো.....!
►শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু।

পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরী◆

পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরীর নাম লাইব্রেরী অব কংগ্রেস । এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং আমেরিকার সব থেকে পুরোনো লাইব্রেরী । আমেরিকান লাইব্রেরী অব কংগ্রেস স্থাপিত হয়েছিল ১৮০০ সালে । প্রেসিডেন্ট জন অ্যাডামস যখন সরকারী কার্যাবলী ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটন এ স্থানান্তর করেন তখন থেকে এর যাত্রা শুরু । সুবিশাল এই লাইব্রেরীর সংগ্রহে আছে সর্বাধিক সংখ্যক বই, রেকর্ডিংস ,মানচিত্র ও পাণ্ডুলিপি । এগুলো সংখ্যায় ৩৩,০১২,৭৫০ টি ।

[|]} জেনে রাখা জরুরী {[|]}কতিপয় ইংরেজী শব্দের সঠিক বানান-কর্নেল-Colonel.লেপ্টেন্যান্ট-Lieutenant.ড়ায়রিয়া-Diarrhoea.নিমোনিয়া-Pneumonia.ভার্সিটি-Varsity.রেস্টলিং- Wrestling.Lieutenant শব্দটির বানানমনে রাখার উপায়-প্রথমে শব্দটি ৪ ভাগে ভাংগতে হবে।. Lie-মিথ্যা,. u-তুমি. ten-দশটি. ant-পিঁপড়া।সুতরাং Lie-u-ten-ant= মিথ্যা-তুমি-দশটি-পিঁপড়া।ভালো লাগলে লাইক মারতে কার্পণ্য করবেন না।

গুরুত্বরপূর্ণ কিছু Translation

^ তুমি আমার মনের মানুষ।^
You are a man after my heart.

^ তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।^
Have it your way.

^ আমার কথা কি বুঝতে পারছো?^
Are you getting me?

^ আমাকে লজ্জা দিও না।^
Do not put me in sham.

^তোমার জামাটার দাম কত?^
How much does your shirt cost?

^যত তাড়িতাড়ি হয় তত ভাল।^
The sooner, the better.

^ সব ভালো, যার শেষ ভালো।^
All is well that ends well.

^আর কে কে তোমার সাথে গিয়েছিল?^
Who else accompanied you?


সাধারণ জ্ঞান
(বাংলাদেশের নারী বিষয়ক তথ্য)
*প্রথম মহিলা প্রধানমন্ত্রীঃ বেগম খালেদা জিয়া
*প্রথম মহিলা পাইলটঃ কানিজ ফাতেমা রোকসানা
*প্রথম মহিলা ব্রিগেডিয়ারঃ সুরাইয়া রহমান
*প্রথম মহিলা সচিবঃ জাকিয়া সুলতানা
*প্রথম মহিলা হাইকমিশনার ও রাষ্টদূতঃ তাহমিনা খান ডলি
*ফরেন সার্ভিস থেকে নিয়োগপ্রাপ্ত প্রথম মহিলা রাষ্ট্রদূতঃ
মাহমুদা হক চৌধুরী
*প্রথম মহিলা আইনজীবী ও ব্যারিস্টারঃ রাবেয়া ভূঁইয়া
*প্রথম মহিলা মুসলিম অভিনেত্রীঃবনানী চৌধুরী
*প্রথম মহিলা বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা
*প্রথম মহিলা নোটারি পাবলিকঃ কামরুন্নাহার লাইলি
*বাংলা একামেডীর প্রথম মহিলা মহাপরিচালকঃ ড. নীলিমা ইব্রাহীম
*বিটিভির প্রথম মহিলা এমডিঃ কানিজ ফাতেমা
*প্রথম মহিলা রেল চালকঃ সালমা খান
*প্রথম মহিলা পিএসসি চেয়ারম্যানঃ ড. জেড এন তাহমিদা বেগম
*প্রথম মহিলা ব্যাংকিং মহাব্যবস্থাপকঃ আনিসা হামিদ

কতিপয় Verbs রয়েছে যেগুলো সাধারণত
Continuous Tense এ ব্যবহৃত হয় না।

যথা-
See(দেখা)
Hear(শুনা)
Smell(গন্ধ নেয়া)
Notice( দেখা)
Recognize(স্বীকৃতি দেয়া)
Appear(মনে হ্ওয়া)
Look( মনে হওয়া)
Seem(মনে হওয়া)
Feel(অনুভব করা)
Want(চাওয়া)
Desire(আশা করা)
Like(পছন্দ করা)
Love(ভালোবাসা)
Hate(ঘৃণা করা)
Hope(আশা করা)
Prefer(পছন্দ করা)
Think(চিন্তা করা)
Suppose(মনে করা)
Believe(বিশ্বাস করা)
Agree(রাজি হ্ওয়া)
Know( জানা)
Understand(বুঝা)
Mean(বুঝানো)

উদাহরণ-

*I am loving you.
(অশুদ্ধ)
I love you.
(শুদ্ধ)
______________

*I am wishing you happy birthday.
(অশুদ্ধ)
I wish you happy birthday.
(শুদ্ধ)
 
+ Submit Feedback