Search  



                                               

                                           

Md. Mamunur Rashid

Home  |  Bangladesh  |  হাসা-হাসি  |  ইসলাম  |  গল্প  |  

FacebookTwitter


 

Home >> উচ্ছাস
আজ আমার বড় আনন্দ হচ্ছে,

যেন দেহের ভেতর বাস করা রক্ত কনিকা টগবগ করছে,

তুমি এসেছো এই আনন্দ, আমার শান্ত লোমের গোড়ায় শিহরন জাগিয়েছে

অশান্ত বসান্তের চৈতালি বাতাস,

তোমার আশায় বিষোন্নতার বেড়াজাল ভেঙ্গেছে, হাপিয়ে ঊঠেছে বদ্ধ শ্বাস।

আমার অকারন চিৎকার আজ দিচ্ছে সাড়া,

তোমারই প্রানের দোলায় দোলায়

তুমি সেই বারতা নিয়ে এসেছো এই আলোয়।

তোমার ভাবনাগুলো আমায় করেছে অনুপ্রানিত।

আজ এইটুকু চাওয়া নিরুপায় হয়ে কেদে বেড়ায়,

নাইবা থাকো যদি পাশে, তবু থেকো জীবন নদীর বাকে।

অনন্ত ঢেউ আমায় জাগাবে নতুন কোন প্রানের সাড়ায়

স্রোত আর ভাটার টানাপোড়েনের মাঝে

তোমার আমার ভালোবাসা থাকবে চিরন্তন সত্যের ডাকে।

আলো-আধারির বিবির্ণ খেলা ঘরে

খেলে যাবে নতুন কোন আনন্দ অথবা বেদনা।

এইতো আমার আনন্দ,

এই হবে কোন নতুন জীবন-মরনের খেলা।

--------------------লেখকঃ নাইলা বারী