Search  



                                               

                                           

Md. Mamunur Rashid

Home  |  Bangladesh  |  হাসা-হাসি  |  ইসলাম  |  গল্প  |  

FacebookTwitter


 

Home >> এটা কি 2441139
অঞ্জন দত্তের  চমৎকার একটি গান হচ্ছে 2441139…… এই গানটা ভালোলাগেনি অথবা ছুয়ে যায়নি এমন মানুসের  সংখা নেহায়েত কম ।গানটির কথা আমরা সবাই জানি , কিন্তু ঐ প্রান্তে থাকা বেলা বোস কি বলেছিলেন উত্তরে, সেটা কি জানেন ? । এই গান কখনো কারো জিবনের সাথে মিলেছে , কখনোবা নিজের অজান্তেই গুন গুন করে গেয়েছে অনেকেই । সময়ের সাথে সাথে অনুভুতি আর দৃশ্যপট বদলেছে । সাথে প্যারোডি প্রেমিক মানুশ গানটিও বদলে ফেলেছে নুতন নুতন ভাবে ।  আজ সেই বিখ্যাত গানটির কিছু মজার প্যারোডি জেনে নিন ।

 

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না দেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে
জরু্রি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
ব্যস্ত ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার নাল-নীল সংসার

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি

হ্যালো ধুর ছাই হ্যালো
———
অঞ্জন দত্ত

অঞ্জন দত্তের জনপ্রিয় এই গানটির জবাবে টেলিফোনের অপর প্রান্ত থেকে বেলা বোস বলেছিলেন…

চাকরিটা ওগো পেতেই পারো তুমি
তবুও তোমায় বানাব না যে স্বামী
সম্বন্ধটা ভাঙব কেন, কিসের এত ঠ্যাকা?
চাকরি পেলেও তোমার বাপের আছেই বা কয় ট্যাকা?
স্টার্টিংয়ে ওরা ১১০০ দিক, আমার কী হলো তাতে?
চাইনিজে যেতে ২২০০ লাগে, মরতে চাই না ভাতে।
চুপ কর গাধা মাফ কর মোরে
দে ছেড়ে দে লাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আমি, শুনতে পাচ্ছি ফাইন।
মিটার বাড়ুক তোমার পাবলিক টেলিফোনে
মোবাইল তো আর পারবে না দিতে কিনে।
স্বপ্নের আমি গুষ্টি কিলাই শুনো।
এত দিন ধরে আমি মরি মরি।
রাস্তার কোনো সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
তুমি শুধু টানতে কেবল বিড়ি।
প্রতিদিন আমি বিল দিয়েছি পারব না দিতে আর।
জঞ্জাল ভরা মিথ্যা শহরে হবে না
তোমার আমার টানাটানির সংসার।
চুপ করে তুমি কাঁদছ ফুঁপিয়ে।
ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার বিয়ে।
মরে গেলেও তোমার কাবিনে করব না আমি সাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯।

আজ আমার এক বন্ধু হীরা এই গানটির আরেকটি প্যারডি পাঠালো আমাকে……..
পালিয়ে বিয়ে করে বাবাকে ফোন দিয়ে বলছে জণৈক পাগল…

বিয়েটা আমি করে ফেলেছি বাবা শুনছো…
এখন আর তুমি আটকাতে পারবেনা…
শুভ কাজ টা সেরে ফেলেছি তোমাদের চোখে আড়ালে…
মাকে বলে দিয় তোমার ভয়ে ঘরে আর ফিরছিনা…

বিয়েটা আমি করে ফেলেছি বাবা সত্যি…
আইন নিজের হাতে তুলেই নিলাম ব্যস…
শুরুতে ওরা যৌতুক দেয়নি…
তিন মাস পরে কনফার্ম…
ও বাবা তুমি শুনতে পাচ্ছো কি…

এটা কি ৪২০৮৪০?…
ও বাবা তুমি পাচ্ছো কি শুনতে?…
বয়স যাচ্ছিলো বেড়ে, তবু বেপরোয়া তুমি ছিলে…
পারিনি তাই নিজেকে আর থামাতে…

আরো একটি প্যারডি রয়েছে এই গানটির। তখন নাকি অঞ্জন দত্তের চাকরিটা চলে গিয়েছিল…..

 

চাকরিটা মোর চলে গেছে বেলা শুনছো
এখন আর বাড়ি ফিরে আসতে হবেনা
ঈদের শপিংয়ের প্ল্যান তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও শাড়ি- চুড়ি কিনছ না

চাকরিটা মোর চলে গেছে বেলা সত্যি
বেকার থাকব কয়েকটা মাস ব্যাস
আবার করব টিউশনি , ম্যাট্রিক আর ইন্টার
চুপ করে কেন কথা কানে যাচ্ছেনা ?
এটা কি ২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে
এফএনএফ করা নেই যে আমার !!!

স্বপ্ন তোমার থেকে যাবে শুধু স্বপ্নই
জুয়েলারি আর গাড়ি-বাড়ি কেনার
হানিমুনে আর হবে না যাওয়া
প্যারিস থেকে নিউইয়র্ক
সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়া
শ্বশুরের কাছে টাকা চাওয়া সেতো লজ্জার
ধার করলে কি করে দেব শোধ ??
দু-চার পয়সা ইনকাম ছিল ,আজ থেকে সেটা বন্ধ
বিরানি-পোলাও খাওয়া হবে না রোজ
এটা কি ২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।

চুপ করে কেন একি বেলা তুমি হাসছ !!!
চাকরিটা মোর চলে গেছে সত্যি
বিয়ের সময় শ্বশুরের থেকে যৌতুক আমি না নিয়ে
আফসোস !!! কত বড় ভুল করেছি !!!

এটা কি ২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে
এফএনএফ করা নেই যে আমার !!!

হ্যালো ২৪৪১১৩৯

ধুর ছাই ২৪৪১১৩৯